আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি রাষ্ট্রের বিভিন্ন তৎপরতার সমালোচনা করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি জানিয়েছেন, তাদের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই আমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান বের করব।
রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে ‘বিশ্ব যুব দিবস‘ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমাদের ওপর কারও মাতব্বরির কোনো প্রয়োজন নেই। আমরা নিজেরাই আমাদের পথ ঠিক করব। বিদেশি বন্ধুরা আসবে, আমাদের সঙ্গে চা খাবে, এটুকু ঠিক আছে। কিন্তু তারা আমাদের পরিচালনা করতে চাইবে, এটি গ্রহণযোগ্য নয়।’
বিদেশি হস্তক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, ‘বিদেশি সাহেবরা আসবে, ঘুরে বেড়াবে, ঠিক আছে। তবে আমরা আমাদের কাজ করতে চাই। আমাদের সম্পদ যেন নিরাপদ-নির্বিঘ্ন থাকে, এর জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার। আগেকার যুগে আমরা মাতব্বর দেখতাম, তারা বিভিন্ন বিষয়ে ঘুরে ঘুরে নসিহত করত। তারা অনেক অর্থের মালিক হয়েছে। যদিও অর্থের উৎস নিয়ে প্রশ্ন আছে। একই সঙ্গে তারা শিক্ষা ও দক্ষতারও মালিক হয়ে গেছে।’
এম এ মান্নান বলেন, ‘বিশ্বের যারা আমাদের বন্ধুরা আসছেন, তাদের কাছে আমাদের আবেদন আপনারা আমাদের কাজ করতে দিন। আমরা আমাদের বিশাল প্রতিবেশীর তুলনায় স্বাস্থ্যে, স্বাক্ষরতায়, বিদ্যুতে এগিয়ে আছি। আমাদের কান্নাকাটির দিন শেষ।’
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমরা জাতীয়ভাবে সংকটের মধ্যে যাচ্ছি। এটি নাগরিক হিসেবে বলছি, মন্ত্রী হিসেবে নয়। আমরা আমাদের পথ নিজেরাই ঠিক করব। আমাদের ভালোমন্দ নিজেরাই বুঝি। আমাদের নেতৃত্বে আমাদের বিশ্বাস আছে। গত কয়েক বছরে মাথাপিছু আয় ও জাতীয় উৎপাদন পাঁচ গুণ বেড়েছে। আমাদের এখন কাজ করার জন্য দরকার শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচিব ও এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ। বিশেষ অতিথি এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং এনএইচআরডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. এখলাছুর রহমান।