গার্মেন্টসে অস্থিরতার ভিডিও ফুটেজে বিএনপির অ্যাক্টিভিস্ট পাওয়া গেছে, তারাই এটাকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপির চলমান আন্দোলন ঢুকে গেছে।
রোববার (১২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিসংযোগ করে, মানুষকে জিম্মি করে সরকার পরিবর্তনের চিন্তা করলে সেটা হবে দুঃস্বপ্ন। তিনি বলেন, সরকার পরিবর্তন করতে হলে সংবিধান মেনে নির্বাচনে আসতে হবে।
মন্ত্রী আরও বলেন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য নৈরাজ্যের চেষ্টা করা হচ্ছে। আর নৈরাজ্যে জড়িতদেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রমাণ ছাড়া কাউকেই গ্রেপ্তার করা হচ্ছে না। যাদের গ্রেপ্তার করা হচ্ছে, ভিডিও ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হচ্ছে।