Search
Close this search box.

নির্বাচনে কোন দলের কত প্রার্থী, জানাল ইসি

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩২টি দল আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল থেকে জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে।

পরে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি করবে নির্বাচন কমিশন। সবশেষ ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ সর্বোচ্চ ২৯৮ আসনে প্রার্থী দিয়েছে। এছাড়া জাতীয় পার্টি ২৮৬ আসনে, নতুন দল তৃলমূল বিএনপি ১৫১আসনে, জাসদ ৯১ আসনে প্রার্থী দিয়েছে।

এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪ আসনে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩৩ আসনে, ইসলামী ঐক্যজোট ৪৫ আসনে, জাকের পার্টি ২১৮ আসনে, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯ আসনে, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২ আসনে, বাংলাদেশ কংগ্রেস ১১৬ আসনে প্রার্থী দিয়েছে।

এদিকে দলীয় প্রার্থীর বাইরে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৪৭ জন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ