Search
Close this search box.

ঢাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। ঢাকায় আনুষ্ঠানিকভাবে শনিবার (২ ডিসেম্বর) শুরু হবে এ কার্যক্রম।

যাচাইবাছাই শেষে ৪ ডিসেম্বর সকাল ১০টার পর থেকে ঢাকা জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের বিষয়ে জানাবে নির্বাচন কমিশন। এরপর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি কার্যক্রম চলবে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এদিন থেকেই প্রচারণা শুরুর সুযোগ পাবেন প্রার্থীরা। যা চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।আর ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ