Search
Close this search box.

যেকোনো থানার ওসির বিরুদ্ধে অভিযোগ এলেই ব্যবস্থা: ইসি সচিব

দেশের যেকোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে সুর্নিদিষ্ট অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

বৃহস্পতিবার (৭ ডিসেম্ব) বিকেলে কমিশন ভবনে এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, প্রাথমিক যাচাই-বাছাইয়ে বদলির তালিকায় না থাকলেও অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।তিনি জানান, এ পর্যন্ত ৩৩৮ জন ওসি ও ২০৫ জন ইউএনও’র বদলির অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে, তৃতীয় দিন শেষে মোট ৩৩৮ জন প্রার্থী মননোয়ন ফেরত পেতে আপিল করেছে কমিশনে।নির্বাচন কমিশন সচিব জানান, আপিল করা প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এসময় থানার ওসিদের বদলি নিয়েও কথা বলেন সচিব।এ পর্যন্ত ১৩১জন বিদেশি পর্যবেক্ষক ও ৪৮ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে বলেও জানান নির্বাচন কমিশনের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ