চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এর মধ্যে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত সারা দেশে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
জাহাংগীর আলম বলেন, অনিয়মের কারণে তিনটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বাতিল হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি ও নংসিংদিতে একটি ভোটগ্রহণ বাতিল হয়েছে।
জাহাংগীর আলম বলেন, বিভিন্ন সূত্রে ভোটের হিসাব থেকে জানা গেছে প্রথম চার ঘণ্টায় সারা দেশে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।
ঢাকা বিভাগের আসনগুলোতে দুপুর ১২টা ২১ মিনিট পর্যন্ত ১৬ শতাংশ ভোট পড়েছে। চট্টগ্রাম বিভাগে ১৮ শতাংশ, খুলনায় ১৯ শতাংশ, সিলেটে ১৩ শতাংশ, ময়মনসিংহে ১৮ শতাংশ, বরিশালে ২১ শতাংশ, রাজশাহী ও রংপুরে ১৬ শতাংশ করে ভোট পড়েছে।
এবারের নির্বাচনে কেন্দ্র রয়েছে ৪২ হাজার ২৪টি। ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৬০ হাজার ৮৫৬টি। নির্বাচনে রিটার্নিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত দুই লাখের বেশি নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
এদের মধ্যে আছেন ৬৬ জন রিটার্নিং অফিসার, ৫৯০ জন সহকারী রিটার্নিং অফিসার এবং ৪২ হাজারের বেশি প্রিসাইডিং অফিসার।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হয় ১ থেকে ৪ ডিসেম্বর। আর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হয় ৬ থেকে ১৫ ডিসেম্বর।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ করা হয় ১৮ ডিসেম্বর। ওই দিনই প্রচার শুরু করেন প্রার্থীরা। এরপর গত শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চলে প্রচার।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ২৮টি দল অংশ নিচ্ছে। বিএনপিসহ বাকি সমমনা দলগুলো অংশ নিচ্ছে না।