Search
Close this search box.

তিন দেশ থেকে ইসির অ্যাপে হ্যাকারদের হানা

বিশ্বের তিনটি দেশ থেকে হ্যাকাররা নির্বাচনি অ্যাপে হামলা করেছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রোববার (০৭ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, বর্তমানে তিন জায়গা (জার্মানি, ইউকে এবং আরও এক জায়গা) থেকে এটিকে (অ্যাপস) অ্যাটাক করে স্লো করে দেওয়া হয়েছে। তবে একে হ্যাক বলা যাবে না, স্লো করা হয়েছে। বর্তমানে অ্যাপ চালু রয়েছে, আমরা সারfরাত চেষ্টা করেছি অ্যাপটি চালু রাখতে। অ্যাপটি এখনও চলছে, তবে স্লো ভাবে চলছে।

তিনি আরও বলেন, অ্যাপ ছাড়াও আমাদের বিকল্প ব্যবস্থা আছে। আমরা সেভাবেই সারাদেশের ফলাফল পাচ্ছি।

আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। এটি ২১ কোটি ব্যয়ে তৈরি করা হয়নি। ৬ বছর মেয়োদে ২১ কোটি টাকা ব্যয় করা হবে। বর্তমানে প্রথম বছর চলছে, এখন পর্যন্ত আমরা ৮ কোটি টাকা ব্যয় করেছি।

এই অ্যাপে ভোটের ফল, প্রার্থীর তথ্য, ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম ও লোকেশন, প্রার্থীর হলফনামা, আগের নির্বাচনের তথ্যসহ নির্বাচনের তুলনামূলক চিত্র পাওয়ার ব্যবস্থা করেছিল ইসি। গতকাল শনিবার (০৬ জানুয়ারি) বিকেল থেকে অ্যাপে ঢুকতে সমস্যা হচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ