Search
Close this search box.

বিকেলে ৫ জেলার জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আজ (২১ ডিসেম্বর) বিকেলে ৫টি জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

বুধবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ অফিস প্রান্ত থেকে ৫টি জেলার নির্বাচনি ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করবেন। তিনি পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট জেলা, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন-ওয়ার্ড নেতারা এবং সংশ্লিষ্ট জেলার নির্বাচনি এলাকার নৌকার প্রার্থীরা উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ