নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে আসবেন। আমরা সেই পরিবেশ তৈরি করেছি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭২ সালের জনপ্রতিনিধিত্ব আদেশ যা দিয়ে নির্বাচন পরিচালিত হয়। সেখানে আগে কোনো আইন ছিল না যে ভোটারদের বাধা দিলে বা ভয়ভীতি প্রদর্শন করলে কী শাস্তি হবে। এবার সেই আদেশ সংশোধন করেছে নির্বাচন কমিশন। এখন কেউ যদি কোনো ভোটারকে বাড়িতে হোক, বাইরে হোক, রাস্তাঘাটে, ভোটকেন্দ্রে বা যেকোনো স্থানে ভয় দেখায় বা হুমকি প্রদর্শন করে, আতঙ্ক সৃষ্টি করে তাহলে সে অপরাধী হিসেবে গন্য হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।