Search
Close this search box.

‘দেশকে সংকটের মুখে ফেলে নির্বাচন করতে চাই না’

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় না গেলে দীর্ঘদিন স্থায়ী হয় না। দেশকে সংকটের মুখে ফেলে এমন নির্বাচন করতে চাই না।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রাশেদা বলেন, জনগণেরও চাওয়া সেনাবাহিনী নামুক। পরিবেশ সুন্দর রাখতে সেনাবাহিনী নামিয়েছি। আমরা আশ্বস্ত ভোটের পরিবেশ সুন্দর এবং ভোট সুষ্ঠু হবে। কে ভোটে এলো না এলো সেই বিষয় নিয়ে ভাবার সময় নাই।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন চলাকালে যেকোনো অনিয়ম দেখলেই অ্যাকশনে যাওয়া হবে। প্রয়োজনে ভোট বাতিল করা হবে। কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, সেটা বলার সময় এখনও আসেনি। তবে আমরা নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করছি।

তফসিল অনুযায়ী এ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় ১৮ ডিসেম্বর। সেদিন থেকেই প্রচারণায় নামেন প্রার্থীরা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এ প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ইসি জানায়, ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ