দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরংকুশ জয়ের বিষয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বিজয় শুধু আমার নয়, এটা জনগণের বিজয়। আমাদের নীতি সবার সঙ্গে বন্ধুত্ব করা, কারও সঙ্গে শত্রুতা সৃষ্টি করা নয়।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে গণভবনে দেশি-বিদেশি সাংবাদিকদের সামনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে, সে দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পেরেছি। দেশের গণতন্ত্রের জন্য এ নির্বাচন যুগান্তরকারী ঘটনা।
তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মাট বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য। বাংলাদেশের একটি মানুষও হতদরিদ্র থাকবে না।
সবার জন্য কর্মসংস্থানের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রতিটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো। মানুষের মৌলিক অধিকার আরও নিশ্চিত করা হবে।
তিনি বলেন, প্রতিবার সরকার গঠনের পর তিনটি ধাপে কর্মপরিকল্পনা করা হয়। বন্ধুপ্রতীম দেশগুলোর সবসময় সহযোগিতা পাচ্ছি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের নীতি সবার সঙ্গে বন্ধুত্ব করা, কারও সঙ্গে শত্রুতা সৃষ্টি করা নয়।