Search
Close this search box.

টিআইবির প্রতিবেদন নিয়ে চ্যালেঞ্জ জানাতে চান তথ্য প্রতিমন্ত্রী

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন নিয়ে চ্যালেঞ্জ জানাতে চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ এ আরাফাত বলেন, নির্বাচন নিয়ে টিআইবি যে গবেষণা করেছে, তা আন্তর্জাতিক মানদণ্ডে পড়ে না। টিআইবি অযৌক্তিক কথা বলেছে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, টিআইবি গোঁজামিল রিপোর্ট করেছে, এটি বিজ্ঞানসম্মত নয়। কোনো আন্তর্জাতিক জার্নাল এ রিপোর্ট প্রকাশ তো দূরের কথা, কেউ এটাকে গ্রহণ করবে না।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ