স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো গোষ্ঠী বা দলের বিচারের জন্য দ্রুত বিচার আইন প্রয়োগ হবে না। তবে সমান্য বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও জানমালের ক্ষতি করলে দ্রুত বিচার আইন প্রযোগ হবে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের কোনো রাজনৈতিক ব্যবহার বা পরিচয় নেই। যারাই আইনের আয়তায় পড়বে তাদেরই বিচার হবে। আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত বিচার আইন কার্যকর করায় সুফল পাওয়া গেছে। দ্রুত বিচার হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা অনেক কার্যকর হয়েছে। বিরোধী দল দমন নয়, যারা অবরোধ করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।
তিনি বলেন, নতুন সরকারের সংসদের প্রথম দিনে কালো পতাকা মিছিল করে পরিস্থিতি অস্থিতিশীল করাটা ঠিক হয়নি। এ জন্য পুলিশ বাধা দিয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড করতে বাধা নেই। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এ রকম কোনো কাজ করতে দেওয়া হবে না।