Search
Close this search box.

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ সেতুমন্ত্রীর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সংস্কার কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বিআরটিএ কার্যালয়ে এক সমন্বয় সভায় এ নির্দেশ দেন তিনি। সড়কে অনিয়ম করে মন্ত্রী, এমপিদের নাম ব্যবহার করে কেউ পার পাবে না বলেও জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, রিমালের কারণে কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো দ্রুত সংস্কার করা হবে। পশুবহন করা গাড়ির ব্যাপারে বিশেষ নজর দিতে হবে, যেনো সমস্যা না হয়। এছাড়া ঢাকার প্রবেশপথগুলোতে বাড়তি নজর দেয়ার পরামর্শ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, লক্কড়ঝক্কর গাড়ি রঙ দিয়ে না নামিয়ে ফিটনেস থাকা গাড়ি নামাতে হবে। এ ব্যাপার বাস মালিকদের সতর্ক থাকতে বলেন মন্ত্রী। একইসাথে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

রাজধানীতে বর্ষার সময় রাস্তা খোঁড়াখুঁড়ি না করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানান। মন্ত্রী বলেন, সিএনজি স্টেশন ঈদের ৭ দিন আগে থেকে ঈদের ৭ দিন পর পর্যন্ত সার্বক্ষণিক খোলা রাখার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ