Search
Close this search box.

এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার: এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি। তাই সরকার তাড়াহুড়ো করে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।  বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে একথা জানান তিনি।

মন্ত্রী জানান, জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে অগ্রাধিকার দেয়া হবে চলমান এইচএসসি পরীক্ষাকে।

প্রসঙ্গত, গত ৩০ জুন থেকে সারাদেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা।  ৮ দিন পরীক্ষা নেয়ার পর গত মঙ্গলবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) এর পরীক্ষা স্থগিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ২১ জুলাই থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

পরবর্তীতে দেশের উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করে। এ সময় বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ২১ জুলাই, ২৩ জুলাই এবং ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। আগামী ২৮ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ