Search
Close this search box.

শহীদ মিনার ছাড়লেন শিক্ষার্থী-জনতা, দিলেন নতুন কর্মসূচি

স্টাফ রিপোর্টার: কোটা আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে নতুন কর্মসূচি দিয়ে শহীদ মিনার প্রাঙ্গণ ছেড়েছেন শিক্ষার্থী-জনতা। শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জানান, রোববারের (৪ আগস্ট) মধ্যে আটকদের মুক্তি দিতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে। এসময় রোববার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন তারা।

এর আগে, দুপুরের দিকে প্রেসক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশ্য দ্রোহযাত্রা শুরু করে শিক্ষক-জনতা।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে দ্রোহযাত্রাটি বিকেল ৪ টার দিকে শহীদ মিনারে এসে পৌঁছায়। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নানান ধরনের স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ