স্টাফ রিপোর্টার: এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর-জি কাভারেজ রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী দুপুর ১টার দিকে জানিয়েছেন, তারা ফোর-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।
একটি মোবাইল অপারেটরের সূত্র জানিয়েছে, সারা দেশে ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশনা তারা পেয়েছেন।