স্টাফ রিপোর্টার: সংস্কারের নামে ঘষামাজা না করে নতুন বাংলাদেশ গড়তে নতুন করে সংবিধান লেখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বুধবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে নাগরিক ভাবনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সেই সরকারের সুবিধাভোগী কারা এখন সেনাবাহিনীর হেফাজতে আছেন তাদের তালিকা প্রকাশ করতে হবে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, এখন যেসব সচিব সরকারে আছেন তাদের প্রায় সবাই তেল-মলম-ঘি দিয়ে সেই জায়গায় গেছেন। তাদেরকে অবিলম্বে সরাতে হবে।
বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, গত ১০ বছরে সাধারণ নাগরিক হিসেবে মুক্তভাবে কথা বলা যায়নি। ফোনে আড়িপাতা হয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার ঠিক করে কাজ করার আহ্বান জানান।