Search
Close this search box.

সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে বেড়াতে গিয়ে অবরোধের কারণে আটকা পড়েন সহস্রাধিক পর্যটক। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় ৪টি হেলিকপ্টারে করে কিছু পর্যটককে নিজ গন্তব্যে পৌছে দেয়া হয়েছে।

আজ সোমবার ২৩ সেপ্টেম্বর সকালে পর্যটকদের ৪টি হেলিকপ্টারযোগে তাদের নিজ গন্তব্যে পৌছে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আকতার।

শিরীন আকতার জানান, সাজেক ভ্যালিতে আটকে পড়া সহস্রাাধিক পর্যটকদের বিষয়ে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, কিছু পর্যটককে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় আজ সকালে ৪টি হেলিকপ্টারযোগে তাদের নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, অবরোধ শিথিল করা হলে আগামীকাল মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর থেকে সাজেকে আটকে পড়া পর্যটকরা সকলেই যার যার গন্তব্যে যেতে পারবেন বলে আশা করছি।

উল্লেখ্য, ৭২ ঘণ্টা অবরোধের কারণে গত কয়েকদিন সাজেকে সহস্রাধিক পর্যটক আটকা পড়েন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ