Search
Close this search box.

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার’ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ ঢাকায় নিযুক্ত দেশটির ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিক ঝাড়খন্ড সফরে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানায়।

সোমবার এ সংক্রান্ত প্রতিবাদপত্র ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারকে হস্তান্তর করা হয়েছে। এতে ভারতীয় রাজনীতিবীদদের এ ধরনের মন্তব্য থেকে বিরত রাখতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রতিবেশী দুই বন্ধু দেশের পারস্পরিক সম্পর্ক এবং সমঝোতার পরিপন্থি।

গত ২০ সেপ্টেম্বর ঝাড়খন্ডে এক নির্বাচনী প্রচারণায় অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উলটো করে ঝুলানোর হুমকি দেন অমিত শাহ। তিনি বলেন, ‘ঝাড়খন্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে বিজেপি। তাদের পা ওপরের দিকে দিয়ে উলটো করে ঝুলিয়ে রাখা হবে।’

অমিত শাহ বলেন, ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডে জনমিতি ধ্বংস হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার অনুপ্রবেশকারীদের বিষয়ে নীরব। কারণ তারা তাদের ভোট ব্যাংক।’

এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন (অর্থাৎ বিজেপিকে ক্ষমতায় আনেন), তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ঝাড়খণ্ডে প্রত্যেক রোহিঙ্গা ও বাংলাদেশিদের ধরে ধরে বের করে দেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ