Search
Close this search box.

এ বছর চালু হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ প্রায় শেষ হলেও এ বছর চালু হচ্ছে না টার্মিনালটি। এটি চালু হতে আরও ৬ মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য এস এম লাবলুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ কথা জানান বেবিচকের সদস্য সচিব।

তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আর মাত্র ২ শতাংশ কাজ বাকি আছে।

এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো উদ্যোগও নেয়া হয়নি বলে জানিয়েছেন এস এম লাবলুর রহমান।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল প্রকল্পটি শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। আগামী অক্টোবরে স্বপ্নের এ টার্মিনালটি চালু হওয়ার কথা ছিল। তৃতীয় টার্মিনাল প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের ৫ হাজার ২৫৭ কোটি টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ঋণ ১৬ হাজার ১৪১ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ