Search
Close this search box.

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গেলো জুলাই ও আগস্ট মাসে গণহত্যার অভিযোগের বিচারের জন্য ৩ সদস্যের সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে গোলাম মোর্শেদ মজুমদারকে।

আজ সোমবার (১৪ অক্টোবর) ৩ সদস্যের সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করা হয়েছে বলে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, খুব দ্রুতই বিচার কাজ শেষ হবে। আমাদের এখন প্রায়োরিটি হচ্ছে জুলাই-আগস্ট গণহত্যার বিচার। আমরা গুমের জন্য নির্দিষ্ট আইনে পদক্ষেপ নিব।

এর আগে গত ৯ অক্টোবর আইন উপদেষ্টা জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট থেকে ট্রাইব্যুনালের জন্য বলা হতো, বিচারপতি সংকট। হাইকোর্টে ২৩ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। ছুটি (দুর্গাপূজার) শেষ হলে দুই বা তিন দিনের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ