Search
Close this search box.

‘রাজনৈতিকভাবে নিরাপত্তা ব্যবস্থা অপব্যবহারে সবাইকে সতর্ক হতে হবে’

স্টাফ রিপোর্টার: রাজনৈতিকভাবে নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (৪ নভেম্বর) কুয়েত সিটিতে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারকরণ এবং সীমান্ত সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলনের মন্ত্রী পর্যায়ের অধিবেশনে এ আহ্বান জানান তি‌নি। উপদেষ্টা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন, যা বিশ্ব নিরাপত্তা সহযোগিতা এবং জাতিসংঘের কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যের প্রতি দেশের অঙ্গীকারকে নির্দেশ করে। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবাধিকারকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির গুরুত্বের ওপর জোর দেন। উপদেষ্টা রাজনৈতিকভাবে অপব্যবহার হওয়া নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে সতর্ক করেন এবং মৌলিক স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের চলমান সংস্কারের কথা তুলে ধরেন।

এ ছাড়া, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানান তৌহিদ হোসেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বহুপাক্ষিকতার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রকৃত নিরাপত্তা তখনই অর্জন করা যায় যখন প্রতিটি সমাজ সুরক্ষিত থাকে।আন্তঃসংযুক্ত বিশ্বে, প্রতিটি সমাজ নিরাপদ না হওয়া পর্যন্ত কোনো সমাজ সত্যিকার অর্থে নিরাপদ নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ