Search
Close this search box.

ডিআরইউর নতুন সভাপতি সালেহ আকন, সম্পাদক সোহেল

স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

এর আগে ডিআরইউ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

ডিআরইউর এক বছর মেয়াদি (২০২৫ সাল) নতুন কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৫ জন। এবারের নির্বাচনে ভোট পড়েছে— ১ হাজার ৪২৫টি। সভাপতি পদে আবু সালেহ আকন ৮০১ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬টি ভোট। অপর সভাপতি প্রার্থী শরীফুল ইসলাম বিলু পেয়েছেন ১০২ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল কাফি পেয়েছেন ২৮৯ ভোট। এ পদে অপর প্রতিদ্বন্দী মাহমুদুল হাসান পেয়েছেন ২১০ ভোট।

নতুন কমিটিতে সহসভাপতি পদে গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী সম্পাদক রোজিনা রোজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো.মজিবুর রহমান।

এবারের নির্বাচনে ২১ পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪জন জয় লাভ করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বির্তায় বিজয়ীরা হলেন, অর্থ সম্পাদক পদে সাখাওয়াত সুমন, সাংস্কৃতিক সম্পাদক পদে এমদাদ খান, আপ্যায়ন সম্পাদক পদে ছলিম উল্লাহ মেসবাহ, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা।

এ ছাড়া কার্যনির্বাহী পদে নির্বাচিত সাত সদস্য হলেন জুনায়েদ শিশির (দ্যা সাউথ এশিয়ান টাইমস), আকতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন), মো: বোরহান উদ্দীন (ঢাকা মেইল), আমিনুল হক ভুইয়া (দৈনিক গণমুক্তি), মো: ফারুক আলম (আলোকিত বাংলাদেশ), সুমন চৌধুরী (বাংলাদেশ কন্ঠ), এস ইউ সেলিম (এসএ টিভি)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ