Search
Close this search box.

পিলখানা হত্যা তদন্তে কমিশন গঠন করেছে সরকার

স্টাফ রিপোর্টার: পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সরকার জাতীয় স্বাধীন কমিশন গঠন করেছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষ জানায়, কমিশন গঠনের জন্য একটি প্রস্তাব বর্তমানে আইন মন্ত্রণালয়ে মতামতের অপেক্ষায় রয়েছে। তবে এ বিষয়ে উষ্মা প্রকাশ করে আদালত কমিশনের পূর্ণাঙ্গ তথ্য হাইকোর্টে উপস্থাপনের নির্দেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে সাড়া না পাওয়ায় গত মাসে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার। গত ৬ নভেম্বর এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া রিটকারীর আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

ওইদিন আদালত বেঞ্চ রুলসহ আবেদন ১০ দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দেন। রুলে জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং জাতীয় স্বাধীন কমিশন গঠনের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। সেই সঙ্গে ২৫ ফেব্রুয়ারি ‘শহিদ সেনা দিবস’ ঘোষণা করতে কেন নির্দেশ দেয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। এই ঘটনাটি দেশের ইতিহাসে এক ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বিবেচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ