সাংবাদিকদের যৌক্তিক বেতন নিশ্চিত করতে হবে: প্রেস সচিব

সাংবাদিকতা নিয়ে কাজ করতে হলে মালিকপক্ষকে সাংবাদিকদের যথাযথ মর্যাদা ও যৌক্তিক বেতন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণমাধ্যম সংস্কার প্রস্তাব: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় সিনিয়র সাংবাদিক আকবর হোসেন মজুমদার সব সাংবাদিকের জন্য যৌক্তিক বেতন কাঠামো নিশ্চিতের প্রস্তাব দেন।

‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ শীর্ষক ওই সভায় শফিকুল আলম আরও বলেন, ভবিষ্যতে গণমাধ্যমে যাতে রাষ্ট্রীয় গোয়ান্দা সংস্থাগুলো হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, ‘গণমাধ্যমের জন্য নিজস্ব কন্টেন্টে কপিরাইট বিষয়ে জোর দিতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ