আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের বার্ষিক প্রতিবেদন “ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৫” এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার উল্লেখ করেছে। তবে, ওই সময়ের গুমের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে প্রশংসিত করা হয়েছে।
সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে একশোটির বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এবং ছাত্র-জনতার আন্দোলনরত অবস্থায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে গুলিবর্ষণের ফলে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং কয়েক হাজার লোক আহত হয়। তবে, বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে সংগঠনটি মনে করছে।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক এবং মানবাধিকার সুরক্ষায় ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তবে, এসব অর্জন স্থায়ী হওয়ার জন্য আন্তর্জাতিক সহায়তা এবং গভীর প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজন রয়েছে।”
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।