পবিত্র রমজানের প্রথম দিন, রোববার (২ মার্চ), বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিকেল তিনটার পর রামপুরা এলাকায় গাড়ির দীর্ঘক্ষণ আটকে থাকার সমস্যা দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়, পল্টন থেকে উত্তরাগামী এবং উত্তরা থেকে পল্টনগামী সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও রামপুরায় যানবাহনগুলোকে বেশ কিছুক্ষণ আটকে থাকতে হয়েছে। যানজটের মূল কারণ একসঙ্গে অনেক মানুষ ঘরমুখো হওয়া এবং রামপুরা ব্রিজ এলাকায় বিভিন্ন দিক থেকে গাড়ির প্রবেশ, যা যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
যাত্রীরা জানান, অন্যান্য এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও রামপুরায় প্রায় ৩০ মিনিটের মতো গাড়ি আটকে ছিল। ভিক্টর ক্লাসিক বাসের এক যাত্রী বলেন, পল্টন থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত আসার পথে কেবল রামপুরাতেই যানজটে পড়তে হয়েছে। একই অভিজ্ঞতার কথা জানান মোটরসাইকেল আরোহীরাও, যারা রামপুরায় এসে থেমে যানবাহনের চাপে আটকে পড়েন।
এ পরিস্থিতি সামাল দিতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করছেন। রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম জানান, রোজার প্রথম দিনে বিকেলের দিকে গাড়ির চাপ বেশি থাকলেও অন্যান্য বছরের তুলনায় চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে রামপুরায় যে চাপ তৈরি হয়েছে, তা দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।