Search
Close this search box.

কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে, মুয়াজ্জিন গ্রেফতার

পথে প্রান্তরে ডেস্ক:- দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ঝাড়-ফুকের মাধ্যমে চিকিৎসার নামে শ্লীলতাহানির অভিযোগে মুয়াজ্জিন মো. আশিকুল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে গতকাল বৃহস্পতিবার (২ জুন) রাত ১০টার দিকে ওই মুয়াজ্জিনকে চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন সদরঘাট থানার ওসি মো. খাইরুল ইসলাম।

আশিকুল ইসলাম সিএমপি থানাধীন পূর্ব মাদারবাড়ি হাজী নসু মালুম মসজিদের মুয়াজ্জিন বলে জানিয়েছে পুলিশ।

ওসি জানান,  ‍ভুক্তভোগী কিশোরী পূর্ব মাদারবাড়ি এলাকার বাসীন্দা। নগরীর একটি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। গত কয়েকমাস ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরেও মেয়েকে সুস্থ করতে না পেরে অস্থির ছিলেন বাবা মা। কিশোরীর বাবা স্থানীয়দের কাছ থেকে খবর পান হাজি নসু মালুম মসজিদের মুয়াজ্জিন মো. আশিকুল ইসলাম ঝাড়-ফুকের কাজ করেন। কিশোরীর বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় মুয়াজ্জিনকে বাসায় ডেকে নেন। এরপর জিন তাড়ানোর নামে বাসার একটি কক্ষ থেকে বাবা-মাসহ সবাইকে বের করে শ্লীলতাহানি করেন। এরপর ওই কিশোরী বিষয়টি তার বাবা-মাকে জানালে তারা জাতীয় জরুরি সেবায় কল করেন।

অভিযুক্ত মুয়াজ্জিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ