নারায়নগঞ্জের দেওভোগে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত গেইট ধরে একই বাড়ির ৩ গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বাড়ির কাজ করার সময় বড় ভাইয়ের স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছোট দুই ভাইয়ের স্ত্রী।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকার একটি বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ওসি তদন্ত সাইদুজ্জামান।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে বাসার সামনে ড্রেন পরিষ্কার করছিলেন ওই গৃহবধু। ড্রেনের কাজের একপর্যায়ে তিনি বাড়ির কলাপসিবল গেট ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকারে অপর দুই বধু এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে তিনজনের লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হলো, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।