Search
Close this search box.

ট্রাফিক লেজার লাইট ব্যবহার করে ডাকাতি

ট্রাফিক লেজার লাইট ব্যবহার করে ডাকাতি

স্টাফ রিপোর্টার \  রাজধানীতে মাস্টার আসলামসহ আন্তঃজেলা ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো:- ১) মাস্টার মো. আসলামুল হক ওরফে আসলাম, ২)মকবুল হোসেন প্রকাশ ওরফে মঙ্গল হোসেন বাবু,৩) মো. রফিকুল ইসলাম ও ৪) মো. হাসান হাওলাদার।

শনিবার মধ্য রাতে শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও জোনাল টিম।

গ্রেপ্তারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি বিদেশি পিস্তল, লোহার তৈরি একটি ছুরি, লোহার তৈরি দুটি চাকু, দুটি লাঠি, দুটি গামছা এবং ডাকাতি করা তিনটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

আলামত
আলামত

রোববার  দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেপ্তারকৃতদের ডাকাতির কৌশল সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তারা জানান, তারা মূলত লেজার লাইট দিয়ে মালবাহী ট্রাকের সামনে সিগন্যাল দেয়। চালক পুলিশি সিগন্যাল ভেবে ট্রাক থামালে অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পথিমধ্যে কোনো এক নির্জন স্থানে তাদের ফেলে দিয়ে ট্রাকে থাকা ধান, চাল, গরু, মাছের খাবার ইত্যাদি ডাকাতি করে। এরপর ডাকাতি করা ওই ট্রাক নিয়ে আবার অন্য কোথাও ডাকাতি করে। গ্রেপ্তারের দিনও তারা বেড়িবাঁধ এলাকায় চালবাহী ট্রাকে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে ডিবি কর্মকর্তাদের নিকট স্বীকার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি জানান, এদের দলনেতা বর্তমান সময়ের মোস্ট ওয়ান্টেড ডাকাত আসলামুল হক ওরফে আসলাম। তাকে দলের অন্য ডাকাতরা মাস্টার নামে ডাকে। আসলামের নেতৃত্বে তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও যশোর এলাকায় ডাকাতি করেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ