স্টাফ রিপোর্টার \ হরিনা ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমান বিশাক্ত জেলি পুশকৃত চিংড়ি এবং সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক সাড়ে এগারো টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধিনস্ত বিসিজি স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার এর নেতৃত্বে চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২ টি বাস তল্লাশী করে ৯২০ কেজি বিষাক্ত জেলী পুশকৃত চিংড়ী এবং ৫২ টি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়। এসময় বাস যাত্রী দের মধ্য থেকে জেলি যুক্ত চিংড়ী এবং সামুদ্রিক কচ্ছপ পরিবহনের সাথে সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি কোস্ট গার্ড সদস্যরা ।
তিনি আরও জানান, জব্দকৃত জেলি যুক্ত চিংড়ী চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়েছে এবং ৫২ টি সামুদ্রিক কচ্ছপ বিসিজি স্টেশন চাঁদপুর সংলগ্ন ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।