Search
Close this search box.

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ রিপোর্টার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে পণ্যবাহী ট্রাক উল্টে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চালক ও যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৭ টা নাগাদ গজারিয়া উপজেলার মেঘনা সেতুর উপরে পণ্যবাহী ট্রাকটি উল্টে যায়।



ঢাকাগামী ট্রাক চালক মো. ফারুক হোসেন জানান, প্রায় ১ ঘণ্টা ধরে জ্যামে আটকা পড়ে আছি। ভবেরচর বাসস্ট্যান্ডে এসে বসে আছি। কখন ঢাকা পৌঁছাব পার্টি বার বার ফোন করে জিজ্ঞেস করছে। কখন পৌঁছাব তা জানি না। এছাড়াও একাধিক যাত্রী ও চালকরা বিরক্তি প্রকাশ করেন।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার সকাল ৭ টার সময় মহাসড়কের মেঘনা সেতুতে সুতা বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামাল গুলো না সরানো পর্যন্ত ট্রাকটি রাস্তা থেকে সরানো যাচ্ছে না। তবে এক লেইন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করা হচ্ছে দুপুরের মধ্যে যানজট নিরসন করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ