Search
Close this search box.

সাজেদা চৌধুরীর প্রয়াণে বাংলাদেশ মহিলা পরিষদের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার- মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রয়াণে শোক বিবৃতি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম  ও সাধারন সম্পাদক  মালেকা বানু স্বাক্ষরিত এক বার্তায় শোক জানানো হয়।

শোক বার্তায় বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গতকাল রাতে সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বাংলাদেশ মহিলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকারের প্রাক্তন পরিবেশ ও বনমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির চেয়ারম্যানের দায়িত্বরত ছিলেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১০ সালে তিনি স্বাধীনতা পুরষ্কারে ভূষিত হন।

বাংলাদেশ মহিলা পরিষদ বর্ষীয়ান রাজনৈতিক নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে তাঁর আত্মার পরম শান্তি কামনা করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ