Search
Close this search box.

খেজুরের কাঁচা রস পানে সতর্কতা জারী স্বাস্থ্য অধিদপ্তরের

স্টাফ রিপোর্টার- বানা অথবা যে কোনোভাবে ঢেকে রেখে সংগৃহীত খেজুরের কাঁচা রস কোনো অবস্থাতেই পান করবেন না। নিপাহ ভাইরাসের মৃত্যুহার ৭০ শতাংশেরও বেশি। তাই প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত নিপাহ রোগ বিষয়ক জরুরি স্বাস্থ্য বার্তায় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, নিপাহ একটি ভাইরাসজনিত ভয়াবহ রোগ, যা বাদুড় থেকে মানুষে মূলত, খেজুরের কাঁচা রসে পানের মাধ্যমে সংক্রমিত হয়। সাধারণ শীতকালে এই রোগ বিস্তার লাভ করে। খেজুরের রস থেকে তৈরি গুড় খাওয়ায় কোন বাঁধা নেই। এই রোগে মৃত্যুহার ৭০ শতাংশেরও বেশি। প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়।

নিপাহ রোগের প্রধান লক্ষণ: জ্বরসহ মাথাব্যথা; খিঁচুনি, প্রলাপ বকা; অজ্ঞান হওয়া ও কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট।

নিপাহ রোগ প্রতিরোধে করণীয়- বানা অথবা যে কোনোভাবে ঢেকে রেখে সংগৃহীত খেজুরের কাঁচা রস পান করবেন না; রস ও রস সংগ্রহের পাত্রের সংস্পর্শে আসলে ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন; কোনো ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না; আক্রান্ত রোগীকে সেবা প্রদানের সময় নাক, মুখ ঢেকে সঠিক উপায়ে মাস্ক পরুন এবং সেবা পরবর্তী সময়ে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলুন; নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে রোগীকে প্রেরণ করতে হবে।

প্রয়োজনে যোগাযোগ করুন: হটলাইন ১০৬৫৫ (আইইডিসিআর), ০১৭৩১৩১৪৬০০ (রোগ নিয়ন্ত্রণ শাখা)।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ