Search
Close this search box.

দুর্যোগে সরকারকে বিপদে ফেলা বিএনপির কাজ- চিফ হুইপ

স্টাফ রিপোর্টার- জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, দুর্যোগের সময় সরকারকে কীভাবে আরও বিপদে ফেলা যায় বিরোধীদল তাই করে। আমরা চাই বিরোধীদল রাজনীতি করবে, সরকারের সমালোচনা করবে, আবার বিপদের সময়ও বিরোধীদল সরকারের পাশে থাকবে। এটাই হলো বিরোধী দলের ভূমিকা।

কিন্তু যখন করোনা মহামারি শুরু হয়, মানুষ ঘর থেকে বের হতে পারে না, খাবারের ব্যবস্থা নেই, তখন তো বিএনপি, জাতীয় পার্টিকে মানুষের পাশে দাঁড়াতে দেখিনি।

শিবচরের দ্বিতীয় খণ্ডে লিটন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী একথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আজকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ হচ্ছে। সারাবিশ্ব থমকে গেছে। কে না জানে এই যুদ্ধের কথা। এই যুদ্ধের কারণে আমাদের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে, তেল আমদানি বন্ধ হয়ে গেছে, ডলার সংকট হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বারবার বলছেন আপনাদের এক খণ্ড জমিও যেন চাষাবাদের বাইরে না থাকে। যেন কোনো ধরনের ঝুঁকি আমাদের না থাকে। অথচ বিরোধীদল বিএনপি, জাতীয় পার্টি এই জায়গায় ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন,  বিরোধীদল আন্দোলনের নামে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে। তারা শুধু ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। কই বাংলাদেশের কোনো দুর্যোগে আমাদের পাশে তো তাদের পাই না। আপনারা পার্শ্ববর্তী ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে দেখেন, সেখানে কিন্তু সব ক্রাইসিস মুহূর্তে সবাই মিলে সর্ব সম্মতিভাবে মোকাবিলা করে। ভারতে আমরা দেখেছি করোনার সময় বিরোধীদল সরকারকে সহযোগিতা করেছে যেন মানুষ না মারা যায়। কিন্তু আমাদের দেশে তা নেই। আমাদের দেশে দুর্যোগে সরকারকে কীভাবে আরও বিপদে ফেলা যায় বিরোধীদল তাই করে।

এর আগে সকালে চিফ হুইপ দত্তপাড়ায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের ডায়নামিক ওয়েব সাইট উদ্বোধন করেন। বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে লায়ন্স ক্লাব ও ঢাকাস্থ শিবচর সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন।

একই অনুষ্ঠানে শিবচর ডায়াবেটিক সমিতির বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা কর্মসূচি পরিদর্শন করেন। এরপর দুপুর ১টার দিকে শিবচরের দ্বিতীয় খণ্ডে লিটন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম আকন্দ, সাধারণ সম্পাদক কে এম মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ