Search
Close this search box.

রাজনীতিবিদদের ঐক্য না থাকলে ক্ষমতা নিয়ে যাবে তৃতীয় শক্তি- স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার- রাজনীতিবিদদের মধ্যে ঐক্য না থাকলে তৃতীয় শক্তি ক্ষমতা নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতি করে দেশের মানুষের উন্নয়ন ও শান্তির জন্য। কাজেই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। রাজনীতিবিদদের মধ্যে ঐক্য না থাকলে তৃতীয় শক্তি ক্ষমতা নিয়ে যাবে।

তিনি বলেন, বিএনপি শুধু ক্ষমতায় আসতে চায়। তার জন্য দেশে বিশৃঙ্খলা করছে। তারা ক্ষমতায় গেলেই লুটপাট শুরু করবে। কাজেই বিএনপিকে ক্ষমতায় আনা যাবে না। নেতাবিহীন দলের ক্ষমতায় আসার কোনও সুযোগ নেই।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে। পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করা চলবে না। নির্বাচনে আসুন, নির্বাচনে এসে জনগণের কাছে ভোট প্রার্থনা করুন, ভোটের মাধ্যমে জনগণ ক্ষমতায় নিলে আপনারা যাবেন, না নিলে নয়। পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনও সুযোগ নাই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাসের টিকা দিতে সরকারের প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে করোনাকালে আওয়ামী লীগ সরকার শুধু বিনা মূল্যে চিকিৎসা ও টিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গরিব ও দুস্থদের মধ্যে খাদ্য এবং টাকার ব্যবস্থাও করেছে। তবে এ সময়ে বিরোধী দলকে জনকল্যাণমূলক কোনো কাজ করতে দেখা যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের করোনা ভ্যাকসিনের জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করেছেন। প্রতিটি মানুষকে করোনার ভ্যাকসিন দিতে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে।

জাহিদ মালেক বলেন, ‘বিএনপি জনগণের জন্য নয়, নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন-সংগ্রামের নামে দেশে শুধু বিশৃঙ্খলা করে। তাঁরা কখনো বলে না যে ক্ষমতায় গেলে মানুষের জন্য রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল নির্মাণ করবে। তাদের শুধু ক্ষমতা দরকার। কারণ, ক্ষমতায় গেলে লুটপাট করা যায়। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে সার ও বিদ্যুৎ থেকে লুটপাট করেছে। তাদের সময়ে লোকজন বিদ্যুৎ পায়নি, দেশের মানুষ তা জানে।’

বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য। আমরা আশা করি, আপনাদের রাজনীতিও উন্নয়নের জন্যই হবে। আমরা আপনাদের শত্রু নই। শত্রুতা করে রাজনীতি করলে উন্নয়ন ব্যাহত হবে। অর্থনৈতিক ক্ষতি হবে, দেশের মানুষের ক্ষতি হবে।

এসময় মানিকগঞ্জ পৌর এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের এক বছরও নেই। নির্বাচনে আসার আগে আপনাদের দলের নেতা ঠিক করুন। কারণ, নেতাবিহীন দলের ক্ষমতায় আসার সুযোগ নেই। ভোটের মাধ্যমে জনগণ যদি আপনাদের ক্ষমতায় আনে, তাহলে ক্ষমতায় যাবেন। আর যদি জনগণ আপনাদের ক্ষমতায় না নেয়, তাহলে বাইরে থাকবেন। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

নেতা-কর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আগামী নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের কাছে সরকারের উন্নয়নের কথা জানাতে হবে। আপনারা যদি এই উন্নয়নের ধারা দেশে অব্যাহত রাখতে চান, তাহলে নৌকা মার্কাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ