Search
Close this search box.

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কথা বললে শুনবো না- আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেনছেন, আমরা স্বাধীন রাষ্ট্র, জনগণের জন্য যেটা ভালো হবে আমরা সেটাই করবো। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কেউ কোনো কথা বললে সেটা শুনবো না৷

সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, নির্বাচনে সবার অংশগ্রহণ আমরা চাই। আমি এটাও বলতে পারি, বাংলাদেশে আসন্ন যে নির্বাচন সেটা ফ্রি-ফেয়ার এবং নিরপেক্ষ হবে।

তিনি বলেন, সংবিধানের বাইরে আমরা যাবো না। সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা হয়েছে ঠিক সেভাবেই নির্বাচন হবে। আমরা চাই দেশের সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে। কিন্তু নির্বাচনে কে অংশ নেবে, কে নেবে না সেটা সেসব রাজনৈতিকদলের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

অনেক রাষ্ট্রদূত নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলছেন, আর বিএনপি এই পরিবেশে নির্বাচনে আসবে না। বিদেশি কোনো চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমাদের ওপর বিদেশিদের কোন চাপ নেই। আমারা যেহেতু হত্যা বা মিথ্যার রাজনীতি করি না তাই বিদেশিরা যদি জানতে চায়, আমাদের জানাতে কোনো আপত্তি নাই। আমরা কোনো লুকোচুরি করি না।

মন্ত্রী বলেন বিএনপি-জামায়াত, তারা কিন্তু বাংলাদেশে বিশ্বাস করে না। হত্যা ও মিথ্যা দিয়ে দল তৈরি করে বিএনপি আজ অবধি রাজনীতি করে যাচ্ছে।

আইনমন্ত্রী বলেন, ২০১৪ সালে নির্বাচনে তাদের নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অগ্নিসন্ত্রাস করেছিল। সহিংসতা তারা সব সময় করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান, এরশাদের শাসনামলে দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি ও মিসকিনের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে দেশ আজ উন্নয়নের রোল মডেল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ