স্টাফ রিপোর্টার- বিএনপি গভীর ষড়যন্ত্রে লিপ্ত মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, এবারের নির্বাচন আরেকটি মুক্তিযুদ্ধ। অপশক্তিকে পরাজিত করতেই হবে।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে ঈদ পরবর্তী যৌথ কর্মিসভায় তিনি এ কথা বলেন। এক এগারোর কুশীলবরা আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মনে করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, যেকোনো মূল্যে সরকার হটানোর ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। সব অর্জনকে ধ্বংস করতে চায় তারা। অনির্বাচিত সরকার ক্ষমতায় আনতে চায় ওই গোষ্ঠী।
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, বিএনপি ২০১৪ সালে আগুন সন্ত্রাস করেছিল। এবার সে পথে এগোচ্ছে না। বিএনপি আগুন সন্ত্রাসের দিকে এবার হাঁটছে না।
বিএনপির সব ষড়যন্ত্র যেকোনো মূল্যে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই। আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাদের দলের ভাঙন ঠেকাতে পারবে না। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নেবে। তবে ভোটে আওয়ামী লীগ হারে না।