Search
Close this search box.

তারেক এখন ‘লাদেন রহমান’ হয়ে গেছেন: নানক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করে ‘আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তারেক এখন ‘লাদেন রহমানে’ হয়ে গেছেন।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

বিএনপির সমালোচনা করে নানক বলেন, ‘আজকে শান্তি সমাবেশ থেকে পরিষ্কার প্রত্যয় ব্যক্ত করতে এসেছি- বিএনপির জন্ম ভুলে গেলে চলবে না। বিএনপি গণতন্ত্র কথা বললেও তাদের জন্ম হয়েছিল সামরিক ছাউনিতে। জিয়ার পকেট থেকে বিএনপি জন্ম হয়েছিল। বিএনপির নেতা জিয়ার রহমান কারফিউ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল।’

তারেক রহমানকে ‘লাদেন রহমান’ আখ্যায়িত করে তাকে উদ্দেশ্য করে নানক বলেন, ‘বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। যদি করেন তাহলে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ দাঁতভাঙা জবাব দেবে।’

নানক বলেন, ‘নির্বাচন সন্নিকটে আসায় বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছ, তারা একটা ভুতুড়ে সরকার আনতে চায়।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সতর্ক থাকতে হবে। ১৪ সালে নির্বাচন বয়কটের নামে রাস্তা-গাছপালা, রেললাইন উপড়ে ফেলেছিল৷ বিএনপি রাস্তায় নামলে দেশের মানুষ আতঙ্কিত হয়ে যায়।’

বিএনপি মামা বাড়ির আবদার নিয়ে সমাবেশ করছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘স্বাধীনতা যারা লুণ্ঠন করতে চায় তাদের বিরুদ্ধে আজকে আপনারা এখানে এসেছেন। বিএনপি সন্ত্রাস নৈরাজ্য আর আগুন সন্ত্রাস করে শত-শত মানুষ হত্যা করেছিল, তারা আজকে মাঠে নেমেছে। তাদের দাবি হলো, শেখ হাসিনার নাকি পদত্যাগ করতে হবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনাকে শাসনভার দিয়েছে, পলাতক তারেকের ইশারায় মামা বাড়ির আবদার নিয়ে এসেছে।’

আব্দুর রহমান বলেন, ‘বিএনপি কখনও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি। নেতৃত্বশূন্য দল, তাই নৈরাজ্য সৃষ্টি করে, পেছনের দরজার দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। লাভ নাই। আগামী নির্বাচনে দেশের মানুষ পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘তাদের দিকে দৃষ্টি রাখার পাশাপাশি আমাদের নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। বঙ্গবন্ধুর সন্তানরা বেঁচে থাকতে তাদের পেছনের দরজার দিয়ে ক্ষমতায় আসতে দেবে না।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ