আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ বলেছেন, বিদেশিদের পেছনে ঘুরে লাভ না পেয়ে বিএনপি এখন ভিন্ন সুরে কথা বলছে।সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন, ‘বিদেশিদের পেছনে ঘুরে কোনো লাভ না পেয়ে বিএনপি এখন ভিন্ন সুরে কথা বলছে। বিদেশে লবিস্ট নিয়োগ করে তারা বিবৃতি আনে, মার্কিন কংগ্রেসম্যানদের কাছে দেশটির দেওয়া বিবৃতি সম্পর্কে জানতে চাইলে, তারা এ বিষয়ে কিছু জানেন না বলে।’
বঙ্গবন্ধুকে হত্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বেশি সুবিধাভোগী ছিলেন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যায় নেপথ্যের কুশীলব কারা ছিল, তা উন্মোচন করা এখন সময়ের দাবি। তা করতে না পারলে ইতিহাসে এ নিয়ে অধরাই থেকে যাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে।’
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন নানামুখী ষড়যন্ত্র চলছে।
বিএনপির আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকার জঙ্গি অভিযান চালাচ্ছে বলে বিএনপি মহাসচিব যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘যেমন তাদের দলের চেয়ারপারসন তেমন মহাসচিব। খালেদা জিয়াও আগে এমন কথা বলেছিলেন। তাদের কথাতেই বোঝা যায়, জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। যারা জঙ্গিদের লালন পালন করে।’