Search
Close this search box.

অপমানজনক কথা সহ্য করা হবে না: আইনমন্ত্রী

হুঁশিয়ারি দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে বিচারকাজ হয় না। এটি অপমানজনক কথা। এমন অপমান সহ্য করা হবে না বলে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মাদ ইউনূসকে ইঙ্গিত করে তিনি এ হুঁশিয়ারি দেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলে। বিচারক যে রায় দেন তা সবাইকে মেনে নিতে হবে।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে বিচারকাজ হয় না এমন অপমান সহ্য করা হবে না।

অ্যাডভোকেট আনিসুল হক আরও বলেন, জনগণ এ দেশের উন্নয়ন দেখেছে। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ফের শেখ হাসিনা ও তার সরকারকে জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইসচেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর ৫২ ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি বুঝিয়ে দেন আইনমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ