Search
Close this search box.

আদালতে হাজিরা দিতে নেতাকর্মীদের বিএনপির বারণ

নেতাকর্মীদের আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।

এ সময় রিজভী বলেন, মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত বিএনপির লাখও নেতাকর্মী। আপনারা আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন। আপনাদের প্রতি সুবিচারে আদালতের স্বাধীনতা সরকার কেড়ে নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি রাষ্ট্রের স্যাটেলাইট স্টেট করার চক্রান্ত চলছে। এই ভয়াবহ অনিশ্চিত, অন্ধকারময় সময়ে দেশের জনগণের পাশে দাঁড়িয়ে অধিকার আদায়ে লড়াই করছে বিএনপিসহ দেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক দল।

গত দেড় দশকের মতোই আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনা আরও একটি পাতানো ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার থেকে বিরত থাকতে দেশের জনগণকে আহ্বান এবং নির্বাচনকে প্রতিহত করতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। আজ দুপুরে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সংক্রান্ত ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ