Search
Close this search box.

‘সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে’

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। লুটপাট-দুর্নীতি বন্ধে খেলাপি ঋণ উদ্ধার ও পাচারকৃত টাকা ফেরত আনতে হবে। এসব দাবিসহ আরও ৭ দফা দাবি তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর পুরানো পল্টনের মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, চলমান রাজনৈতিক সংকট দূর করতে জনসমর্থনহীন সংসদ ভেঙে দিতে হবে। এসময় তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ফের নির্বাচনের দাবি জানান।

দাবি আদায়ে আগামী ২৭ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভেরও ডাক দেয় দলটি। এছাড়া ২৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আরও কিছু আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বাম গণতান্ত্রিক জোট।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ