Search
Close this search box.

অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে, অনির্দিষ্টকাল না: মির্জা ফখরুল

সিলেট প্রতিনিধি: রাষ্ট্র সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, তবে তা অনির্দিষ্টকাল নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বেলা ৩টায় সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় বিএনপি মহসচিব বলেন, ‘বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে। ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ গণতন্ত্রবিরোধী শক্তি তাদেরকে প্রতিরোধ করতে হবে। এজন্য প্রতিটি ইউনিটে কমিটি গঠন করা হয়েছিল। যারা এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম করেছে এরা বিএনপির কেউ নয়। এরা দুর্বৃত্ত।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। রাষ্ট্র সংস্কার করতে যতটুকু সময় লাগে, ততটুকু সময় দেওয়া হবে। তবে সেটা অনির্দিষ্টকাল হবে না।’

এদিকে সংক্ষিপ্ত সফরে আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট আসেন বিএনপি মহাসচিব। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসেন তিনি।

সিলেট সফরে এসে প্রথমেই শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। পরে শাহপরান মাজারে যান মির্জা ফখরুল। পরে বেলা ৩টায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন বিএনপি মহাসচিব। এসময় জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ