স্টাফ রিপোর্টার: কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে সারাদেশ। এক পর্যায়ে অভাবনীয় গণঅভ্যুত্থানে লণ্ডভণ্ড হয়ে যায় আওয়ামী লীগ সরকারের মসনদ। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগের দলীয় মন্ত্রী-এমপি এবং সিনিয়র নেতারা অনেকে বিদেশে পালিয়ে গেছেন, কেউ দেশেই আত্মগোপনে, কারাবন্দী। শেখ পরিবারের কয়েকজন সদস্যও ৫ আগস্টের আগেই দেশ ছাড়েন। সেই সময় বা তার আগেই দেশ ছাড়েন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সর্বশেষ কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
জানা যায়, হাইভোল্টেজ অনেক নেতা পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে বসে দেশের লুট করা টাকা দিব্যি খরচ করে ঘুরে বেড়াচ্ছেন। দলটির অনেক নেতাকর্মীর এমন অনেক ছবি হরহামেশাই সোস্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায়।
এবার সেই সোস্যাল মিডিয়ার কল্যাণে উঠে এলো যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও পটুয়াখালী আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদারের ছবি। পরিবারের সঙ্গে আনন্দঘন মূহর্ত কাটাচ্ছেন তারা ।
সাংবাদিক জুলকারনাইন তাদের ছবি তার ভেরিফায়েড ফেসবুকপোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশে কর্মীরা আছে দৌঁড়ের উপর, আর কানাডায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও পটুয়াখালী আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদার, বন্ধু ও পরিবার স্বজন নিয়ে বেশ ভালোই আছেন।
সম্প্রতি কানাডার টরোন্টো শহরে, দ্যা সুলতান’স টেন্ট এন্ড ক্যাফে মারোক’এ তাদের দেখা যায় বলেও ওই পোস্টে জানান সাংবাদিক জুলকারনাইন।
ওই পোস্টের মন্ত্যেবের ঘরে তিনি আরও জানান, ছবিগুলো জুলাইয়ের শেষ সপ্তাহে তোলা। বর্তমানেও তারা সেখানেই আছেন।
সোস্যাল মিডিয়ায় পোস্টটি মূহর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা পোস্টটিতে তাদের নানা ধরণের মন্তব্যও ছুঁড়ে দিচ্ছেন।
অনেকেই বলছেন,সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত উক্তির পুনরাবৃত্তি করছেন, যায় যদি যাক প্রাণ, যুবলীগের নেতারা ভগবান। তাঁরা মনে করছেন নেতারা ভগবান। তাঁদের কিছুই হয় না। যত যন্ত্রণা সব দিনশেষে কর্মীদেরই বহন করতে হয়। আর নেতারা থাকেন বহাল তবিয়তে। ভগবানের যেমন কিছু হয় না তারা বলছেন ঠিক তাদের ও কিছুই হয় না।