ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের সামরিক হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে রাজধানী ঢাকায় বিক্ষোভ র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। র্যালিটি কাকরাইল, মালিবাগ, মৌচাক, মগবাজার হয়ে কাওরান বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়।
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সালাহ উদ্দিন আহমদ।
মির্জা আব্বাস বলেন, “ফিলিস্তিনে যে বর্বরতা চলছে তা দেখে মনে হচ্ছে শুধু তাদের ওপরই নির্যাতন হচ্ছে, কিন্তু মূলত এর লক্ষ্য মুসলিম বিশ্বকে একে একে নিঃশেষ করে ফেলা।” তিনি মুসলিম বিশ্বের নেতৃত্বহীনতার কঠোর সমালোচনা করেন এবং বলেন, “যারা শুধু নিজের ক্ষমতা রক্ষায় ব্যস্ত, তারা আল্লাহর গজবের শিকার হবে।”
বিএনপির নেতারা র্যালিতে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানান এবং আন্তর্জাতিক মহলকে এই মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।