বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

‘তাদের কথাবার্তায় মনে হচ্ছে, তারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়’-রিপন

‘তাদের কথাবার্তায় মনে হচ্ছে, তারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়’

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন মন্তব্য করেছেন, কিছু উপদেষ্টার বক্তব্য শুনে মনে হয় তারা যেন আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকার ইচ্ছা পোষণ করছেন। তিনি বলেন, “জনগণ নাকি তাদেরকে পাঁচ বছর দেখতে চায়—এটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে, দেশের মানুষ একটি জবাবদিহিতামূলক সরকার চায়। তারা চায় ভোটের মাধ্যমে সরকার গঠন হোক।”

তিনি শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন। সমাবেশটি পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা। এ সময় আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মাসুদ খান, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোশারফ হোসেন ও উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম।

আসাদুজ্জামান আরও বলেন, বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং তারাই সরকার গঠন করবেন। নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। কিন্তু গত ১৫ বছরে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এজন্য ২০২৪ সালের আগস্টে একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের জন্য আন্দোলন হয়েছে, প্রাণ দেওয়া হয়েছে, বিপ্লব ঘটেছে। শহীদদের রক্তের যে ত্যাগ, তা যেন ভুলে না যাই।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, “বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তিনি পরিশ্রম করে যাচ্ছেন, যার ফলে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন। আমরা সেই প্রতিশ্রুত নির্বাচনের জন্য অপেক্ষা করছি, যা একটি দৃষ্টান্ত হবে।”

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ আবার ফ্যাসিস্ট সরকারের লোকদের সঙ্গে মিলেমিশে দল ভারী করতে চাইছেন। বিএনপিতে কি লোকের অভাব? কেন পতিত সরকারের লোকদের দলে আনা হচ্ছে? যারা এমন কাজ করবেন, তাদের বয়কট করুন। তারা যত বড় নেতা হোন না কেন, অন্যায়কারীদের দলে স্থান নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ ধরনের ব্যক্তিদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ