Search
Close this search box.

পুণ্যবান জীবনসঙ্গী পেতে কুরআনে যে দোয়ার কথা উল্লেখ আছে

ধর্ম ডেস্ক: পবিত্র কুরআন মাজিদ হলো সর্ব বিষয়ের সমাধান থাকা ঐশী কিতাব। তাই সেখানে বান্দানের জন্য উত্তম স্বামী/স্ত্রী ও সন্তান লাভের দোয়া শিখিয়েছেন আল্লাহ তায়ালা। আর ওই সময় স্বামী/স্ত্রী ও সন্তান একে অন্যের চোখ শীতল করে।

এটা আগেই জেনে রাখা জরুরি যে- দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে। তাই আমাদের উচিত সর্বদা দোয়া করে আল্লাহ রাব্বুল আলআমিনের কাছে চাওয়া এবং সেই অনুযায়ী আমল করা।

পুণ্যবান স্বামী বা স্ত্রী ও সন্তান লাভের জন্য জন্য কুরআনে  বর্ণিত দোয়া….

 رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: রব্বানা-হাবলানা-মিন আয্ওয়া-জ্বিনা-ওয়া যুররিইয়্যা-তিনা-কুররতা আ’ইয়ুনিঁও ওয়া জ‘আল্না-লিল মুত্তাকী-না ইমা-মা। (সূরা ফোরকান : ৭৪)

অনুবাদ: হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন। যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে (পুরুষদেরকে) মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দিন।।

শরীয়তের বিধান অনুযায়ী জীবন পরিচালনকারীদের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। আর তাই পূণ্যবান স্বামী বা স্ত্রী চাওয়ার আগে অবশ্যই নিজেকেও পূণ্যবান/পূণ্যবতী হওয়া জরুরী।আল্লাহ তায়ালা আমাদেরকে চক্ষু শীতলকারী জীবন সঙ্গী ও নেক সন্তান করুন, আমিন..

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ