Search
Close this search box.

সাকিব খুব ভালো অধিনায়ক ও ধারাবাহিক পারফরমারও : জেমি সিডন্স

সাকিব খুব ভালো অধিনায়ক ও ধারাবাহিক পারফরমারও : জেমি সিডন্স

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ সফর ঘনিয়ে এসেছে। এর আগে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। মুমিনুল হক নিজে থেকে টেস্ট নেতৃত্ব ছেড়ে দেওয়ায় সাকিবকে অধিনায়ক করা হয়। সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তিনি বলেছেন, ‘সাকিব খুব ভালো অধিনায়ক ও ধারাবাহিক পারফরমার।’

সাকিব যখন এরআগে অধিনায়ক হয়েছিলেন, সেই ২০০৯ সালে তখন সিডন্স খুব কাছ থেকে দেখেছেন। সাকিবের নেতৃত্বের পুরোটা সময় সিডন্স দেখেছেন। ভালোভাবে তাই সাকিবের নেতৃত্ব গুন বুঝেছেন।  শনিবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি২০ দলের ব্যাটসম্যানদের সঙ্গে ব্যক্তিগত অনুশীলন শেষে সাংবাদিকদের সিডন্স বলেন, ‘এখানে দুটি ইতিবাচক দিক আছে। সাকিব খুব ভালো অধিনায়ক। খেলা নিয়ে ভাবনার জায়গাটাতেও সাকিব খুবই ভালো। একই সঙ্গে সাকিব ধারাবাহিক পারফরমারও। যে কারণে সবাই তাঁকে অনুসরণ করেন। সে অধিনায়ক হিসেবে দারুণ কিছুই করবে।’

আরও পড়ুন : সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয় অথবা ড্র চান জয়

 

টেস্ট নেতৃত্ব ছেড়ে দিয়ে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া মুমিনুলকে নিয়ে সিডন্স বলেন, ‘আরেকটা ভালো দিক হচ্ছে, মুমিনুল এখন তাঁর ব্যাটিংয়ে মনোযোগী হতে পারবে। সে কিছুদিন ধরে রান পাচ্ছিল না। এখন সে ব্যাটিংয়ে ১০০ ভাগ মনোযোগ দিতে পারবে। ওর পারফরম্যান্সটা আমাদের দরকার। আমরা সবাই জানি, সে ভালো ক্রিকেটার। সেই ক্রিকেটার ফিরে আসুক, এটাই চাই। অধিনায়কত্বের চাপ যেহেতু থাকছে না, আশা করি সে এখন সাচ্ছন্দে খেলতে পারবে।’

সাকিব অধিনায়ক হয়ে ফেরার পর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত কয়েক বছর তিনি টেস্ট ক্রিকেট থেকে নানা কারণে বিশ্রাম নিয়ে খেলছেন। অধিনায়ক হলে তো সে সুযোগ থাকছে না। সাকিবকে কি এখন নিয়মিত টেস্ট খেলতে দেখা যাবে? সিডন্স এ বিষয়ে বলেন, ‘সে (সাকিব) যদি অধিনায়কত্ব করতে চায়, তাহলে তাঁকে খেলতেই হবে। না খেলে তো অধিনায়কত্ব করা যায় না। আমার মনে হয়, সে আবারও অধিনায়ক হওয়ার বিষয়টিতে রোমাঞ্চিত। আমি তো মনে করি, সাকিবের নেতৃত্বগুণের এমন কিছু দিক এখন আমরা দেখতে পাব, যা আমরা আগে দেখিনি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ